ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

৭০টি টিকেট কিনলো হৃতিকের এক ভক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
৭০টি টিকেট কিনলো হৃতিকের এক ভক্ত

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণী নায়িকা পূজা হেগড়ে অভিনীত আশুতোষ গোয়াড়িকরের ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি ‘মহেঞ্জোদারো’ মুক্তি পেয়েছে শুক্রবার (১২ আগস্ট)। এর মাধ্যমে দুই বছর পর রূপালি পর্দায় ফিরেছেন ডুগ্গু (হৃতিকের ডাকনাম)।

বড় পর্দায় প্রিয় তারকার ছবি দেখতে ভক্তরা টিকেট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। তাদের মধ্যে এক ভক্ত ৪৩ বছর বয়সী হৃতিকের জন্য অন্যরকম ভালোবাসা দেখিয়েছে।

হৃতিকের এই অন্ধভক্তের নাম রাহুল রাজ। মুক্তির প্রথম দিন সকালের প্রদর্শনী দেখতে ৭০টি টিকেট কিনে ফেলেন তিনি। ‘ব্যাং ব্যাং’ তারকার আরেক ভক্ত রাহুলের ছবিসহ এ খবর টুইটারে জানিয়ে লিখেছেন,  ‘এই ছেলেটার নাম রাহুল রাজ। শুক্রবারের সকালের শো দেখতে ৭০টি টিকেট কিনেছেন তিনি।

‘মহেঞ্জোদারো’তে নীল চাষী চরিত্রে অভিনয় করেছেন হৃতিক। পূজাকে দেখা যাচ্ছে শহরের পুরোহিতের কন্যার ভূমিকায়। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এআর রাহমান।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।