ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আমজাদ আলি খানের ব্রিটিশ ভিসার আবেদন বাতিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আমজাদ আলি খানের ব্রিটিশ ভিসার আবেদন বাতিল আমজাদ আলি খান

ভারতের বর্ষীয়ান সরোদ শিল্পী আমজাদ আলি খানের ব্রিটিশ ভিসার আবেদন বাতিল করা হয়েছে। হতবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি।

শুক্রবার (১২ আগস্ট) টুইটারে তথ্যটি উন্মোচন করেন ৭০ বছর বয়সী কিংবদন্তি এই সংগীতশিল্পী।

আগামী মাসে যুক্তরাজ্যে রয়েল ফেস্টিভ্যাল হলে সংগীত পরিবেশনের কথা ছিলো আমজাদ আলি খানের। কিন্তু ভিসার আবেদন বাতিল হওয়ায় তিনি হতভম্ব ও বিস্মিত। এ ঘটনায় চরম হতাশাও প্রকাশ করেন গুণী শিল্পী।

সরোদের অন্যতম আইকন হিসেবে কয়েক দশকের সমৃদ্ধ ক্যারিয়ারের উদযাপন হিসেবে ১৭ সেপ্টেম্বর সংগীত পরিবেশন করবেন ভেবেছিলেন আমজাদ। পরদিন হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী শুভা মুদগালের সঙ্গে কনসার্টে অংশ নেওয়ার কথা ছিলো তার।

পদ্মবিভূষণ খেতাবে ভূষিত আমজাদ টুইটে উল্লেখ করেন, যেসব শিল্পী শান্তি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে চান, তাদের জন্য এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আরেকটি টুইটে তিনি জানান, সত্তর দশকের শুরু থেকে প্রতি বছর যুক্তরাজ্যে সংগীত পরিবেশন করছেন।

প্রতিটি টুইটে লন্ডনে ভারতীয় দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে যুক্তরাজ্য দূতাবাসের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন আমজাদ।

আমজাদ এ ঘটনা জানানোর একদিন আগে গত ১১ আগস্ট বলিউড বাদশা শাহরুখ খানকে ‍যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিমানবন্দরে আটকে রাখা হয়েছিলো। এ প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি টুইট করার পর বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল তার কাছে ক্ষমা চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।