ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

একের ভেতর ওমর সানির ছয় রূপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
একের ভেতর ওমর সানির ছয় রূপ ওমর সানি

কিছুদিন আগে ইউনিক বাকেটের একটি বিজ্ঞাপনে মারামারি করতে দেখা গেছে চিত্রনায়ক ওমর সানিকে। এ নিয়ে প্রশংসিত হন তিনি।

আবার নতুন বিজ্ঞাপনে পর্দায় হাজির হচ্ছেন আলোচিত এই অভিনেতা। এতে ছয়টি ভিন্নরূপে দেখা যাবে তাকে।

বাংলানিউজের সঙ্গে আলাপে শনিবার (১৩ আগস্ট) ওমর সানি বলেন, ‘খুব সুন্দর একটি বিজ্ঞাপন করলাম। কনসেপ্টটা বেশ পছন্দ হয়েছে আমার। সব মিলিয়ে আমাকে ছয়টি সাজে দেখবেন দর্শক। শুরুতে দেখানো হবে সোফাসেটে বসার পর আমার মনে দারুণ অনুভূতি কাজ করে। ’

ওমর সানি আরও জানান, এটি প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান রিগ্যাল ফার্নিচারের বিজ্ঞাপন। নির্মাণ করেছেন সাকিব ফাহাদ। ক্যামেরায় ছিলেন নেহাল কোরাইশী। সম্প্রতি কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়েছে। এতে ওমর সানির সহশিল্পী তাসনুভা তিশা।  ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে এটি।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এসও/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।