ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়া বাড়ি বিক্রিতে অস্বীকৃতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়া বাড়ি বিক্রিতে অস্বীকৃতি! দৃশ্য: ‘স্মৃতির মিনার’

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার একনিষ্ঠ ভক্ত যুবক হায়দার চোখে কালো কাপড় বেঁধে একাই মহাসড়কে চিৎকার করে প্রতিবাদ জানায়। হঠাৎ একটি ঘাতক মাইক্রো তাকে চিরতরে পঙ্গু করে চলে যায়।

 

তারপর থেকে নিজবাড়ির বারান্দায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়ে প্রতি বছর ১৫ আগস্ট হুইলচেয়ারে বসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানান হায়দার। তার পুত্র রাশেদ থাকে ঢাকায়। মফস্বলে বাবার এই বাড়ি বিক্রি করে ঢাকায় শ্বশুরের দেওয়া জায়গায় অ্যাপার্টমেন্ট করার কথা ভাবে সে।  

হায়দার তখন সাফ জানিয়ে দেন, এটি তার কাছে একটি স্মৃতিসৌধের মতো। শুরু হয় বাপ-বেটার সম্পর্কের টানাপোড়েন। টেলিছবি ‘স্মৃতির মিনার’ গল্পটা এমন। আগামী ১৫ আগস্ট রাত ৭টা ৫০ মিনিটে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে এটি প্রচার করবে চ্যানেল আই।  

এ টেলিছবিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ, শামীম, এনায়েত কবির খান সূর্য, প্রিয়ন্তী শ্রাবণ ও শিশু শিল্পী তূর্ণ। রচনা ও পরিচালনায় রানা মাসুদ।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।