ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে খালেদা আক্তার কল্পনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
মিউজিক ভিডিওতে খালেদা আক্তার কল্পনা খালেদা আক্তার কল্পনা

চলচ্চিত্র ও টেলিভিশনের অভিনেত্রী প্রবীণ অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা প্রায় তিন বছর পর মিউজিক ভিডিওতে মডেল হলেন। এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গাওয়া লোকজ আঙ্গিকের গানটি হলো ‘নিশিরাতে’।

 

ভিডিওটিতে মায়ের ভূমিকায় দেখা যাবে কল্পনাকে। তার সঙ্গে মডেল হিসেবে আরও আছেন আশফাক রানা ও সায়রা। সম্প্রতি এর চিত্রায়ন হয়েছে। নির্মাণ করেছেন সৈকত রেজা। তিনি জানান, কিছুদিনের মধ্যেই ইউটিউবে আসবে এটি।  

ইমরান বলেছেন, ‘ছোটবেলা থেকেই খালেদা আক্তার কল্পনার অভিনয় দেখেছি। তিনি আমার গানের সঙ্গে অভিনয় করেছেন ভাবতেই ভালো লাগছে। ’

সিডি চয়েস থেকে প্রকাশিত তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’ থেকে নির্বাচন করা হয়েছে গানটি। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। একই প্রতিষ্ঠান প্রযোজনা করছে ভিডিওটি।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।