ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

তৌসিফকে মিশা সওদাগরের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
তৌসিফকে মিশা সওদাগরের পরামর্শ তৌসিফ মাহবুব ও মিশা সওদাগর

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সম্প্রতি অংশ নেন রেডিও ফূর্তির ‘ভূত এফএম’ অনুষ্ঠানে। তখন ছোট পর্দার এ সময়ের অভিনেতা তৌসিফ মাহবুবও ছিলেন সেখানে।

নবীন-প্রবীণ এই দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন একসঙ্গে।

এ প্রসঙ্গে তৌসিফ বাংলানিউজকে বলেন, ‘মিশা সওদাগরের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তিনি আমাকে চেনেন বলে অবাক হয়েছি। আমি বড় পর্দায় কাজ করিনি। তিনি এতো ব্যস্ত থাকেন, তারপরও আমাদের প্রজন্মের অভিনয়শিল্পীদের সম্পর্কে তার জানাশোনা আমাকে চমকে দিয়েছে। ’ 

তৌসিফ যোগ করে বলেন, ‘মিশা সওদাগরের সঙ্গে কিছুটা সময় বসে কথা বললাম। তিনি আমাকে অভিনয় ও মিডিয়া সম্পর্কে বেশকিছু পরামর্শ দিলেন। চলার পথে অবশ্যই তার উপদেশগুলো অনুসরণের চেষ্টা করবো। ’

‘ভূত এফএম’ অনুষ্ঠানটির অতিথি হিসেবে শুক্রবার (১২ আগস্ট) হাজির হন এই দুই তারকা। অনুষ্ঠানের এই পর্বে মিশা নিজের ভৌতিক অভিজ্ঞতার কথা শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করেন। পরবর্তীতে রেডিও ফূর্তির স্টুডিওতে আসেন তৌসিফ। তিনিও ভৌতিক অভিজ্ঞতা শোনান শ্রোতাদের।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।