ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

একই ধারাবাহিকে দেশের সব আঞ্চলিক ভাষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
একই ধারাবাহিকে দেশের সব আঞ্চলিক ভাষা

একই ধারাবাহিক নাটকে দেশের প্রায় সব আঞ্চলিক ভাষায় সংলাপ বললেন ছোট পর্দার অভিনয়শিল্পীরা। ‘কমেডি ৪২০’ নামের একটি ধারাবাহিকে দেখা যাবে তাদের এই অভিনয়।

 

নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আ খ ম হাসান, আলভী, অহনা, হোমায়রা হিমু, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, ম ম মোর্শেদ, তারিক স্বপন, কাজী উজ্জ্বল, রোমানা স্বর্ণা, হায়দার আলী, মিষ্টি মারিয়া, শায়লা, আমীন আজাদ, শামীম আহমেদ, অধরা প্রিয়া, প্রিয়ন্তী শ্রাবণসহ অনেকে।

বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত ‘কমেডি ৪২০’-এর গল্প ভাবনা টিপু আলমের। এটি লিখেছেন আকাশ রঞ্জন, পরিচালনায় ফরিদুল হাসান।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।