ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

‘রক্ত’ নিয়ে বিরক্ত!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
‘রক্ত’ নিয়ে বিরক্ত! ‘রক্ত’ ছবির পোস্টার

ঘোষণার পর থেকে অনেক খবরের জন্ম দিয়েছে ‘রক্ত’। জাজ মাল্টিমিডিয়ার এ ছবিটি পরিচালনা করার কথা ছিলো মালেক আফসারীর।

মহরতও হয়েছিলো। শুটিংয়ের আগে সরে দাঁড়ালেন পরিচালক।

যা’ হোক, ‘রক্ত’ পরিচালনার দায়িত্ব পেলেন ওয়াজেদ আলী সুমন। এদিকে পরী মনিকে ছবির নায়িকা চূড়ান্ত করতে গিয়ে বেশ নাটকের জন্ম দেয় জাজ। নির্ধারিত সময়ে শুটিং শেষ না হলেও ঘোষণা দেওয়া হয় ঈদুল আযহায় মুক্তি পাবে এটি।  

ক’দিন আগে বলা হয় ছবিটি ঈদের জন্য প্রস্তুত নয়। কারণ শেষ করা সম্ভব হয়নি। ব্যাখ্যা করতে গিয়ে নায়িকা পরীমনিকে দুষতেও ছাড়লো না জাজ। তার ‘খামখেয়ালিপনা’র কারণে নাকি ছবিটি যথা সময়ে শেষ করা সম্ভব হয়নি! তাই ‘রক্ত’র বদলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো তাদেরই অন্য ছবি ‘প্রেম কী বুঝিনি’। এখন আবার সিদ্ধান্ত বদল করলো প্রতিষ্ঠানটি। প্রচার চালানো হচ্ছে ঈদেই মুক্তি পাচ্ছে ‘রক্ত’।     

একটি ছবিকে ঘিরে এতো নাটকীয়তা দেখে সমালোচনা শুরু হয়েছে চলচ্চিত্র পাড়ায়। খোঁজ নিয়ে দেখা গেছে, ‘রক্ত’ নিয়ে বিরক্ত অনেকেই। তবে এই বিরক্তির কারণটাও বিশুদ্ধ নয়, ঈদে ‘রক্ত’ মুক্তি না পাক- এমনটা চাইতেই পারেন প্রতিপক্ষ! 


বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসও   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।