ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

মাহি এখন লন্ডনে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
মাহি এখন লন্ডনে  মাহিয়া মাহি

গত বছর ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির কাজে লন্ডনে গিয়েছিলেন মাহি। এবার গেলেন পারিবারিক কাজে।

২১ আগস্ট ঢাকা ত্যাগ করেছেন তিনি।  

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহি বিয়ে ও সংসার নিয়েই বেশি ব্যস্ত। এর মধ্যে ‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সজলের সঙ্গে তার নতুন ছবি ‘হারজিৎ’-এর কাজ শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এই ফাঁকে শ্বশুড়বাড়ির একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন গিয়েছেন তিনি। এ যাত্রায় মাহির সঙ্গী হয়েছেন স্বামী পারভেজ মাহমুদ অপু।  

মাহি জানান, অপুর কয়েকজন আত্মীয় থাকেন লন্ডনে। তাদের দাওয়াত রক্ষা করাই তার মূল উদ্দেশ্য। লন্ডনে বেড়ানো শেষে দেশে ঈদ করার ইচ্ছে মাহির। জানালেন ঈদে ছবি মুক্তি না পেলেও টিভি অনুষ্ঠানে থাকছেন তিনি।  

মাহিয়া মাহি অভিনীত সবশেষ ছবি ‘অনেক দামে কেনা’। ব্যবসায়িকভাবে এটি সাফল্য ছুঁতে পারেনি। এর আগে মুক্তিপ্রাপ্ত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা পান তিনি।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।