ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

সৌমির ৬ নম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
সৌমির ৬ নম্বর সেমন্তী সৌমি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বন্ধু বা পরিবার পরিজনের সঙ্গে সোনারগাঁওয়ে বেড়াতে গেলেও সারাদিন থাকা হয়নি। এবার জন্য শুটিংয়ের সুবাদে দিন কেটে গেলো সেখানে।

এমনটাই জানালেন মডেল-অভিনেত্রী সেমন্তী সৌমি।

মঙ্গলবার (২৩ আগস্ট) একটি গানের দৃশ্যধারণ হয়েছে নারায়ণগঞ্চের সোনারগাঁওয়ে। এতে মডেল হয়েছেন লাক্সতারকা সৌমি। ‘প্রেমের আগুনে যতোটা তাপ, পুড়েছি আমি ততোটাই’-এমন কথার গানটির কণ্ঠশিল্পী তানভীর তারেক। এর শিরোনাম ‘কিছুটা’।  

সংগীতনির্ভর টিভি চ্যানেল গানবাংলার আয়োজনে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রম্য খান। নির্মাতা জানান, ভিডিওতে সৌমিকে দেখা যাবে রূপালি পর্দার তারকার চরিত্রে। এতে তার সহশিল্পী জেমি।

সৌমি বাংলানিউজকে বলেন, ‘দেখতে দেখতে ছয়টি মিউজিক ভিডিওতে মডেল হলাম। অভিনয়ের বাইরে মডেলিং বেশ উপভোগ করি। ’

ছোটপর্দার গন্ডি পেরিয়ে অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় পথচলা শুরু হয়েছে সৌমির। ছবিটির ‘অন্তর খোঁজে স্বজন’ গানের কারণে প্রশংসা পেয়েছেন সৌমি।  এতে তার সহশিল্পী জোভান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
টিএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।