ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের সঙ্গে অভিনয়, নিশ্চিত নন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
শাহরুখের সঙ্গে অভিনয়, নিশ্চিত নন কঙ্গনা শাহরুখ খান ও কঙ্গনা রনৌত

তিনি বলিউডের অন্যতম অভিনেত্রী। পুরুষ প্রধান চরিত্রের কাঁধে নির্ভর না করে বক্স অফিসে সফলতা পেয়েছেন।

পেয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও আমির খানের মতো ভক্ত। তিনি অার কেউ নন, কঙ্গনা রনৌত।

সম্প্রতি গুঞ্জণ উঠেছে, সঞ্জয়লীলা বানসালির একটি ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে কঙ্গনাকে। এ ব্যাপার জনপ্রিয় এই অভিনেত্রী জানান, ছবিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

‘কুইন’খ্যাত এই তারকার ভাষ্য, ‘সঞ্জয় স্যার শুধু আমাকে ছবিটি সম্পর্কে বলেছেন। আমাকে ও শাহরুখ স্যারকে নিয়ে এটি তৈরি করতে চান তিনি। কিন্তু এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিষয়টি এমন নয় যে, আগামীতে শাহরুখ স্যারের সঙ্গে অভিনয় করতে চাই না বা অন্যকিছু। তবে ওই যে বললাম, এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। ’

অন্যদিকে মঙ্গলবার (২৩ আগস্ট) মুম্বাইয়ের এসটি.রেগিসে শুরু হয়েছে ‘ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার ফেস্টিভ্যাল ২০১৬’। এদিন তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা পোশাক পরে র‌্যাম্পে হেঁটেছেন কঙ্গনা। এ কারণে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছেন ‘তনু ওয়েডস মনু’খ্যাত এই অভিনেত্রী।

এ বিষয়ে ২৯ বছর বয়সী কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় আমি খুব সৌভাগ্যবতী, কারণ আমাকে সুযোগটি দেওয়া হয়েছে। যদিও আমার ছবির চরিত্রগুলো সাধারণত খুব ফ্যাশন অনুপ্রাণিত নয়। ’

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।