ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিকেটার ডোয়াইন ব্রাভো গাইবেন হিন্দি ছবিতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
ক্রিকেটার ডোয়াইন ব্রাভো গাইবেন হিন্দি ছবিতে ডোয়াইন ব্রাভো

বলিউড গায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জনপ্রিয় খেলোয়াড় ডোয়াইন ব্রাভো। অনুভব সিনহা পরিচালিত ‘তুম বিন টু’ ছবিতে গাইতে যাচ্ছেন তিনি।

এটি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তুম বিন’-এর সিক্যুয়েল।

‘চ্যাম্পিয়ন’ শিরোনামের গান গেয়ে সংগীত জগতে পা রেখেছিলেন ব্রাভো। ‘তুম বিন টু’তে ‘জাগের বোম্ব’ শিরোনামের গানে কণ্ঠ দেবেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। এ বিষয়ে পরিচালক অনুভব বলেন, ‘এই গানটিকে বলা যায় আনন্দ ঘেরা পরিবেশনা। কথায় কথায় শিল্পীর নাম হিসেবে ব্রাভোর নাম আসে। পরে আমি তার ম্যানেজারের সঙ্গে কথা বলি। রাজিও হয়ে হয়েছেন তিনি। গানটিতে ডানহাতি এই ব্যাটসম্যানের সঙ্গে কণ্ঠ দেবেন অঙ্কিত তিওয়ারি। ’

অনুভব আরও জানান, এরই মধ্যে কিছু হিন্দি লাইন বলতে শিখেছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার। অনুভব এর আগে শাহরুখ খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘রা. ওয়ান’ ছবির ‘ছাম্মাক ছাল্লো’ গানটির জন্য আমেরিকান গায়ক-র‌্যাপার-গীতিকার অ্যাকনকে নিয়ে এসেছিলেন।

গত মার্চে ‘তুম বিন টু’ ছবির ঘোষণা দেওয়া হয়েছে। এতে অভিনয় করবেন নেহা শর্মা, অদিতি সিল ও আসিহিম গুলাটি।

* ডোয়াইন ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ান’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।