ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

স্টার সিনেপ্লেক্স সাময়িক বন্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
স্টার সিনেপ্লেক্স সাময়িক বন্ধ

এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রপ্রেমীদের বিনোদন দিয়ে আসছে রাজধানীর বহুতল বিপণি বিতান বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স এখন সাময়িকভাবে বন্ধ।

২১ আগস্ট বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ছবি প্রদর্শন বন্ধ রাখা হয়েছে।  

অগ্নিকাণ্ডে হলটির  কোনোও ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ার কারনে সেখানকার পরিবেশ ছবি দেখার মতো উপযোগী নয়। অচিরেই সংস্কারকাজ শেষে খুলে দেওয়া হবে স্টার সিনেপ্লেক্স।  

এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে ওইদিন যেসব দর্শক টিকেট নিয়েছিলেন তাদেরকে পরে ছবি দেখার সুযোগ দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।