ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

বুলবুলের সুরে শুভমিতা ও রিজভী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বুলবুলের সুরে শুভমিতা ও রিজভী (বাঁ থেকে) আহমেদ ইমতিয়াজ বুলবুল, শুভমিতা ও রিজভী ওয়াহেদ

কালজয়ী অনেক গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার সুর করা নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার শুভমিতা ও ঢাকার রিজভী ওয়াহিদ।

২০১২ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’তে শুভমিতার সঙ্গে ‘চোখেরই পলকে’ ও ‘যদি তুমি’ গান দুটিতে কণ্ঠ দেন রিজভী ওয়াহিদ। দুটি গানই শ্রোতাপ্রিয়তা পায়। এবার তারা একসঙ্গে গাইলেন  আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতে।

গান দুটি থাকবে রিজভীর নতুন একক অ্যালবামে। ‘একই বৃত্তে’ ও ‘মন পবনের ঘুড়ি’ শিরোনামের গান দুটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও গাজী তানভীর আহমেদ। কিছুদিন আগে গানগুলোর রেকর্ডি সম্পন্ন হয়েছে।  

শুভমিতা বলেন, ‘এবারের গান দুটি আমার কাছে আরও বেশি স্পেশাল। কারণ এবার গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি তার করা ‘সব কটা জানালা’ গানটির অনেক বড় ভক্ত। তার সুরে গাইতে পারার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। ’

রিজভী ওয়াহিদ বলেন, ‘আগের গানের সাফল্যের ধারাবাহিকতায় শুভমিতার সঙ্গে আবারও কাজ করেছি। আহমেদ ইততিয়াজ বুলবুল স্যার অনেক যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছেন। আমার বিশ্বাস এগুলো সবার ভালো লাগবে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।