ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

অসাধু ব্যবসায়ীর চরিত্রে গোঁফওয়ালা নাঈম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
অসাধু ব্যবসায়ীর চরিত্রে গোঁফওয়ালা নাঈম ‘মধ্যবিরতি’ নাটকের দৃশ্যে অপর্ণা ঘোষ ও নাঈম

‘চরিত্রের প্রয়োজনে এবারই প্রথম গোঁফ রাখলাম। অসাধু ব্যবসায়ীর চরিত্র ফুটিয়ে তুলতে এই সাজ নিয়েছি-’ বলছিলেন নাটকের জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম।

‘মধ্যবিরতি’ নামে টেলিছবিতে এভাবেই হাজির হবেন তিনি।

নাঈম বন্দুক তাক করেছেন অপর্ণা ঘোষের দিকে- স্থিরচিত্রটি ‘মধ্যবিরতি’ টেলিছবির। এ প্রসঙ্গে নাঈম বললেন, ‘টেলিছবিটিতে দেখা যাবে অপর্ণা আমার স্ত্রী। আমার টাকার প্রতি লোভ দেখে ও মাঝে মধ্যেই আমার সঙ্গে ঝগড়া করে। সত্যি বলতে, আমাকে অসাধু হিসেবে উপস্থাপন করা হলেও আমি ততোটা খারাপ নই। এজন্যই আমার শান্ত স্বভাবের সঙ্গে ভয়ঙ্কর রূপটি স্ত্রী হিসেবে সে মেলাতে পারেনা। ঘটনার একপর্যায়ে একদিন মাতাল হয়ে স্ত্রীর দিকে পিস্তল তাক করি। ’

বুধবার (২৪ আগস্ট) থেকে ঢাকার আমিন বাজারের মধুমতি মডেল টাউনে ‘মধ্যবিরতি’র দৃশ্যধারণ শুরু হয়েছে। ঈদুল আজহায় এটি বাংলাভিশনে প্রচার হবে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে নাঈমের আরেক সহশিল্পী সাবিলা নূর। এদিকে ঈদের আরেকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন নাঈম ও অপর্ণা। সেতু আরিফের পরিচালনায় এর নাম ‘মোহ এবং মায়া’।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।