ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

মমতাজের গান ও মানিকগঞ্জের কথা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
মমতাজের গান ও মানিকগঞ্জের কথা (সংগৃহীত)

ঈদ উপলক্ষে কৃষকদের নিয়ে সাজানো জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার অনুষ্ঠিত হলো মানিকগঞ্জের জয়মন্টপে। এই জেলার সন্তান লোকজ গানের সম্রাজ্ঞী মমতাজ বেগমের গান এই আয়োজনের অন্যতম আকর্ষণ।

ঢাকার সবচেয়ে নিকটবর্তী জেলা মানিকগঞ্জ কৃষিক্ষেত্রে যেমন দারুণ সম্ভাবনাময়, সাংস্কৃতিক ক্ষেত্রেও রয়েছে গৌরবময় ইতিহাস। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার, বাংলা চলচ্চিত্রের জনক হিরালাল সেনের জন্ম এখানেই। এই মাটিতে জন্মেছেন ভাষা শহীদ রফিক, বাংলা চলচ্চিত্রের কলজয়ী অভিনেতা খান আতাউর রহমান, কথাসাহিত্যিক মুনীর চৌধুরী।

বাংলা চলচ্চিত্রের গোড়ার দিকে ৫০, ৬০, ৭০ ও আশির দশকে কৃষিজীবী, নদীমাতৃক বাংলাদেশের চেহারা ক্যামেরায় তুলে আনার ক্ষেত্রে মানিকগঞ্জই ছিলো অনন্য। এখানে চিত্রায়ন হয়েছে অসংখ্য বাংলা চলচ্চিত্রের। সব বিষয়কেই তুলে ধরছে ‘কৃষকের ঈদ আনন্দ’। থাকবে নতুন অনেক খেলা ও গল্প।

শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে ৪টায়।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।