ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

কেবিনে ফিরেছেন মোহাম্মদ রফিকউজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
কেবিনে ফিরেছেন মোহাম্মদ রফিকউজ্জামান মোহাম্মদ রফিকউজ্জামান

বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান সেরে উঠছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

হার্টে ব্লক ধরা পড়ার দুটি রিং পরানো হয় তাকে। ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক মেমোরিয়াল হাসপাতালে চলছে তার চিকিৎসা।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে বাংলানিউজকে রফিকউজ্জামানের সহধর্মিণী পান্না জামান জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতালের সিসিইউ থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে। তিনি এখন অল্প অল্প কথা বলছেন। নিয়ম করে ওষুধ ও ইনজেকশন দেওয়া হচ্ছে। অচিরেই হাসপাতাল থেকে ঘরে ফেরার অনুমতি পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।   

দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন মোহাম্মদ রফিকউজ্জামান। ২৩ আগস্ট বুকে তীব্র ব্যথা অনুভব করলে প্রথমে শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। এরপর ড. রশীদের তত্ত্বাবধানে রফিকউজ্জামানের হার্টে দুটি রিং পরানো হয়।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।