ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের তারকা খ্যাতির ২৮ বছর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
সালমানের তারকা খ্যাতির ২৮ বছর সালমান খান

২৮ বছর আগে নতুন এক অভিনেতাকে পেয়েছিলো বলিউড। তখন কারও ধারণা ছিলো না, হিন্দি ছবির দুনিয়ায় তিনিই সবচেয়ে প্রভাবশালী একজন হয়ে উঠবেন।

তিনি আর কেউ নন, সালমান খান। ৫০ বছর বয়সী এই অভিনেতাকে বলিউডে তার পথচলার ২৮ বছর উদযাপন উপলক্ষে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ভাসিয়েছে শুভেচ্ছা আর বার্তায়।  

টোয়েন্টি এইট ইয়ার অব বিগেস্ট স্টার এভার সালমান হ্যাশট্যাগ এখন টুইটারে ট্রেন্ডিং করছে। ‘বজরঙ্গি ভাইজান’কে অভিনন্দন জানিয়ে এক ভক্ত লিখেছে, ‘গত ছয় বছরে নিজের খ্যাতিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সল্লু। তিনি আরও ওপরে উঠছেন। ’ আরেক ভক্তের মন্তব্য, ‘অসাধারণ সুঠাম দেহ। বলিউডের কেউই ফিটনেসের দিক দিয়ে সালমানকে টেক্কা দিতে পারবে না। ’

১৯৮৮ সালের ২৬ আগস্ট ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন সালমান। এতে তার সহশিল্পী ছিলেন রেখা ও ফারুক শেখ। এর পরের বছর সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’য় প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিপরীতে ছিলেন ভাগ্যাশ্রী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।  

‘সাজান’ (১৯৯১), ‘হাম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪), ‘করণ অর্জুন’ (১৯৯৫), ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘বিবি নাম্বার ওয়ার’ (১৯৯৯); এমন অনেক ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন সালমান।  

প্রেমের ছবি থেকে অ্যাকশন নায়কের ভাবমূর্তি গড়ে স্টাইল বদলেছেন সালমান। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির মাধ্যমে তার যেন পুনর্জন্ম ঘটে। এরপর ‘দাবাং’ (২০১০), ‘বডিগার্ড’ (২০১১), ‘এক থা টাইগার’ (২০১২), ‘কিক’ (২০১৪), ‘বজরঙ্গি ভাইজান’ (২০১৫); সব ব্লকবাস্টার হয়েছে। এ বছর ‘সুলতান’-এ সবশেষ তাকে দেখা গেছে বড় পর্দায়।  

সালমান এখন কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির কাজ করছেন কাশ্মিরের লেহ ও লাদাখে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন চীনা অভিনেত্রী চু চু। এটি মুক্তি পাবে আগামী বছর।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।