ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

৫২ বছরে বলাকা সিনেওয়ার্ল্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
৫২ বছরে বলাকা সিনেওয়ার্ল্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৫১ বছরে পেরিয়ে ৫২ বছরে পর্দাপণ করলো ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ বলাকা সিনেওয়ার্ল্ড। এখন থেকে অনলাইন ভিত্তিক টিকিট বুকিং দেওয়া যাবে এখানে।

 

রঙ, শব্দ ব্যবস্থাপনা ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের দিক দিয়ে সিনেমা হলটি আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে বলে জানান এর ম্যানেজার রনি। তিনি বলেন, ‘অনেক সিনেমা হলে বলিউড ও  হলিউডের ছবি চালানো হয়। আমরা কিন্তু তা করছি না। দেশীয় ছবিকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা চাই এ দেশের চলচ্চিত্র আবার আগের ধারায় ফিরে আসুক। ’

চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে বলাকা সিনেওয়ার্ল্ড সাম্প্রতিক সময়ে নানান উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রয়াত সালমান শাহ চলচ্চিত্র উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।