ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্তানসম্ভবা কারিনার আবেগঘন মুহূর্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
সন্তানসম্ভবা কারিনার আবেগঘন মুহূর্ত কারিনা কাপুর খান

চলতি বছরের ডিসেম্বরে প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ‘ল্যাকমে ফ্যাশন উইক (এলএফডব্লিউ) উইন্টার/ফেস্টিভ্যাল ২০১৬’ আয়োজনে ডিজাইনার সব্যসাচী মুখার্জির শোস্টপার ছিলেন তিনি।

নতুন পোশাক পরে মঞ্চে দর্শকদের সামনে পায়চারিকে আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন ৩৫ বছর বয়সী এই তারকা। কারণ তার গর্ভে যে এখন আরেকজনের বাস!

এবারই প্রথম গর্ভে কাউকে নিয়ে ক্যাটওয়াক করার অভিজ্ঞতা হলো বেবোর (কারিনার ডাকনাম)। এ সময় সাইফ আলি খানের বেগমকে বেশ ঝলমলে লেগেছে। মাতৃত্বের অংশ হিসেবে নিজের শারীরিক বৃদ্ধিকে মোটেও লুকাননি তিনি। ‘বজরঙ্গি ভাইজান’ তারকা জানান, এবার শোস্টপার হওয়াটা পুরোপুরি ব্যতিক্রম ছিলো তার জন্য।

ফ্যাশন শো শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে কারিনা বলেছেন, ‘এই আয়োজন প্রত্যেকে বিশেষ করে দিয়েছেন আমার জন্য। আমার কাছে এটা আবেগঘন একটি মুহূর্ত। এবারই প্রথম আমরা (তিনি ও তার অনাগত সন্তান) একসঙ্গে র্যাম্পে এসেছি। এটি যত্নে আগলে রাখার মতো একটি মুহূর্ত। ’

কারিনা আরও জানান, এবার ক্যাটওয়াক করতে এক চুলও নার্ভাস লাগেনি তার। অন্তঃসত্ত্বা অবস্থার কোনো কিছুই লুকাননি জানিয়ে তিনি বলেন, ‘আমি আনন্দিত ও আত্মবিশ্বাসী ছিলাম। গর্ভবতী নারীরা হাঁটতে ও উড়তে পারে। আমার কাছে এটা সাধারণ ব্যাপার। কাজের কথা বললে অভিনয় আমার আবেগ। আমৃত্যু অভিনয় করে যাবো। আমার যা ভালো লাগে আমি সেটাই করি। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।