ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দশ বছর পর ব্রিটনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
দশ বছর পর ব্রিটনি ব্রিটনি স্পিয়ার্স

এক দশক পর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে সংগীত পরিবেশন করলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রোববার (২৮ আগস্ট) তার উপস্থিতি ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

ব্যালে শিল্পীদের মতো আঁটসাঁট সোনালি রঙা পোশাক পরে মঞ্চে ওঠেন ব্রিটনি। পোশাকের সঙ্গে মিলিয়ে হাঁটু অবধি উঠে আসা বুট পায়ে দেখা গেছে ৩৪ বছর বয়সী এই তারকাকে।

এর আগে ২০০৭ সালে সবশেষ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে গেয়েছিলেন ব্রিটনি। তখন ব্যক্তিজীবন ও ক্যারিয়ার উথাল-পাতাল হয়ে উঠেছিলো তার। গত সপ্তাহে ‘টক্সিক’ গায়িকার নতুন অ্যালবাম বাজারে এসেছে। এর একটি গানে এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস আসর মাতিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।