ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়পর্দায় স্বর্ণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বড়পর্দায় স্বর্ণা সাদিকা স্বর্ণা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে ২০০৯ সালে ছোটপর্দায় পরিচিতি পান সাদিকা স্বর্ণা। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন নাটক-টেলিছবিতে।

হেঁটেছেন র‌্যাম্পেও। এবার তার অভিষেক হচ্ছে বড়পর্দায়।

আমেরিকা প্রবাসী রাঘব মুরালির পরিচালনায় ‘কার্স অব দ্য কোহিনূর’ নামের একটি ছবিতে অভিনয় করবেন স্বর্ণা। এতে তাকে দেখা যাবে শীলা চরিত্রে।  

সোমবার (২৯ আগস্ট) গাজীপুরে ছবিটির দৃশ্যায়ণ শুরু হলেও স্বর্ণা ছবিটির কাজ শুরু করছেন আগামী ৪ সেপ্টেম্বর থেকে। তার বিপরীতে থাকছেন ‘অনিল বাগচীর একদিন’খ্যাত আরেফ সৈয়দ।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে স্বর্ণা অভিনীত কয়েকটি নাটক।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।