ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে ছোটপর্দায় ‘শঙ্খচিল’ ও ‘কৃষ্ণপক্ষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
ঈদে ছোটপর্দায় ‘শঙ্খচিল’ ও ‘কৃষ্ণপক্ষ’ ‘শঙ্খচিল’ ছবিতে প্রসেনজিৎ ও কুসুম সিকদার, (ডানে) ‘কৃষ্ণপক্ষ’র দৃশ্যে রিয়াজ ও মাহিয়া মাহি

গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’ এ বছরের ১৪ এপ্রিল বাংলা নববর্ষে দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেয়েছে। কিছুদিন আগে কলকাতার একটি চ্যানেলেও দেখা গেছে এটি।

 

এবার বাংলাদেশের চ্যানেল আই প্রথমবার এ ছবি টিভিতে দেখাতে যাচ্ছে। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে এটি। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, কুসুম সিকদার, আনুম রহমান খান, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, রোজী সিদ্দিকী, শাকিল আহমেদ, ঊষসী চক্রবর্তী, রিয়াজ মাহমুদ জুয়েল, দীপঙ্কর দে, অরিন্দম শীল, শাহেদ আলীসহ অনেকে।  

এদিকে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’রও বিশ্ব প্রিমিয়ার হবে একই চ্যানেলে। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, রিয়াজ, ফেরদৌস, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, তারিক স্বপন, পাভেল আজাদ, ফারুক আহমেদ, কাদের চৌধুরী, পূজা ও স্বাধীন খসরু প্রমুখ। এটি দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

আসছে ঈদে ‘শঙ্খচিল’ ও ‘কৃষ্ণপক্ষ’সহ চ্যানেল আই এমন ছয়টি ছবি দেখাবে যেগুলো এর আগে দেশীয় টিভি চ্যানেলে প্রচারিত হয়নি। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘মহুয়া সুন্দরী’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রওশন আরা নীপা। অভিনয়ে পরীমনি, সুমিত, সাদেক বাচ্চু, সুচরিতা, মামুনুর রশীদ, জয়রাজ প্রমুখ।

ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ (আরিফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান, আফজাল শরীফ, টাইগার রবি)।  

ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে নার্গিস আক্তারের ‘পৌষ মাসের পিরিত’। অভিনয়ে পপি, টনি ডায়েস, আহমেদ রুবেল, প্রিয়াংকা, তরু মোস্তফা প্রমুখ। ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে থাকবে হলিউড তারকা ব্রুস উইলিস অভিনীত ‘ডাই হার্ড’।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।