ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শবনম আবেদীর ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
শবনম আবেদীর ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’ শবনম আবেদীর ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’ অ্যালবামের মোড়ক উন্মোচন

প্রবাসী কণ্ঠশিল্পী শবনম আবেদী। গানের টানে প্রায়ই ফেরেন দেশের মাটিতে।

নিজের গাওয়া গানগুলো শ্রোতাদের হাতে তুলে দিতে আবারও ফিরেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হলো তার চতুর্থ একক ‘টিল সেপ্টেম্বর...ইন্তেজার’।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় আখতার ইমাম মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। এখানে ছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান, অনুপ ভট্টাচার্য্য, শিল্পী রফিকুল আলম, সাংবাদিক কাজী রওনাক হোসেন, সাহিত্যিক মাসুদ আহমেদ।  

এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যালবামটির প্রকাশক লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে শবনম আবেদী গানও গেয়েছেন।  

অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টপাধ্যায়। রাগভিত্তিক ও ক্ল্যাসিকাল ধাঁচের পাঁচটি গান রয়েছে এতে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।