ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এজেন্সির কাছ থেকে নাটক না কেনার আহ্বান সুবর্ণার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এজেন্সির কাছ থেকে নাটক না কেনার আহ্বান সুবর্ণার সুবর্ণা মুস্তাফা

দেশীয় টিভি চ্যানেল থেকে দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তার মতে, এজেন্সির কাছ থেকে নাটক ক্রয়ের পরিবর্তে টিভি চ্যানেলগুলোর উচিত স্বাধীনভাবে মেধাবী, গুণী, জনপ্রিয় নির্মাতাদের কাছ থেকে নাটক নেওয়া।

 

‘সাজু সাবধান’ নামের একটি অনুষ্ঠানে সুবর্ণা আরও বলেন, দর্শক ফিরিয়ে আনতে প্রয়োজন আগের মতো নাটক প্রচার করা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানান, নাচে-গানে-পরিপূর্ণ বিনোদনধর্মী একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাজু খাদেম। তাই এ আয়োজনের নাম ‘সাজু সাবধান’। এখানে অতিথি হয়ে সুবর্ণা তার বর্ণাঢ্য ক্যরিয়ার নিয়ে বলেছেন না জানা অনেক কথা, জানিয়েছেন জীবনের মজার কিছু তথ্য, পরামর্শ দিয়েছেন তরুণ প্রজন্মকে।  

সাজু খাদেম বলেছেন, ‘সুবর্ণা মুস্তাফা তার উত্তরসূরী অভিনয়শিল্পীদের জন্য এক আদর্শের নাম। দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনয়শিল্পীর তালিকা করলে তাতে তার নাম থাকবে প্রথম সারিতে। তাকে এ আয়োজনে উপস্থাপন করতে পেরে খুব ভালো লাগছে। ’ 

গত ২৮ আগস্ট বিএফডিসি’তে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়। মাছরাঙা টেলিভিশনে ঈদের পরদিন রাত ৯টায় প্রচার হবে ‘সাজু সাবধান’। প্রযোজনায় জেড আই ফয়সাল ও মনিরুজ্জামান খান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।