ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাকী আখান্দের জন্য অগ্নিলা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
লাকী আখান্দের জন্য অগ্নিলা অগ্নিলা ইকবাল

দুই বছর পর কানাডা থেকে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী অগ্নিলা ইকবাল। তা-ও প্রায় দুই মাসের বেশি হয়ে গেলো।

কিন্তু কাউকে তিনি জানাননি! তবুও কীভাবে যেন চাউর হয়ে গেছে। ফলে বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু সবই এড়িয়ে গেছেন অগ্নিলা।  

অবশেষে ক্যামেরার সামনে আসছেন অগ্নিলা। লাকী আখন্দের জনপ্রিয় একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হবেন তিনি। এজন্য আগামী ১ সেপ্টেম্বর কক্সবাজার যাবেন জনপ্রিয় এই অভিনেত্রী।  

এবারই প্রথম মিউজিক ভিডিওতে দেখা যাবে অগ্নিলাকে। এ প্রসঙ্গে মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজকে অগ্নিলা বলেন, ‘‘জন্মের পর থেকেই লাকী চাচাকে দেখছি। তিনি আমার বাবার (চিত্রশিল্পী সৈয়দ ইকবাল) ভালো বন্ধু। আমাদের বাসায় গানের আসর হলেই তাকে পেতাম। মজার বিষয় হলো, তিনি ‘নীলা’ শিরোনামে যে গানটা গেয়েছেন, ছোটবেলায় ভাবতাম, এটা বোধহয় আমাকে ভেবেই লেখা! তিনি এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার প্রতি শ্রদ্ধা রেখে বানানো হচ্ছে জেনে মডেল হতে রাজি হয়েছি। ’’

লাকী আখান্দের সুর করা ও গাওয়া তিনটি গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ ছবির পরিচালক রেদওয়ান রনি।  

অগ্নিলা ছাড়াও গানগুলোতে মডেল হবেন ‘আইসক্রিম’ ছবির জুটি নাজিফা তুষি ও রাজ। মঙ্গলবার দুপুরে কক্সবাজার পৌঁছে মোবাইলে তুষি বাংলানিউজকে বলেন, ‘লাকী আখান্দ স্যারের গান আমি খুব শুনি। তার তিনটি ভিডিওর মধ্যে একটিতে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। ভিডিওগুলো প্রকাশিত হবে অনলাইনে। ’

এক যুগেরও বেশি সময় আগে একুশে টিভিতে প্রচারিত গিয়াসউদ্দিন সেলিমের ধারাবাহিক নাটক ‘বিপ্রতীপ’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান অগ্নিলা। তার সেই কাজ এখনও মনে রেখেছে দর্শক। প্রায় আড়াই বছর আগে ‘রোদ’ নামে আরেকটি ধারাবাহিকে অভিনয় করেন তিনি।  অগ্নিলা দীর্ঘদিন ধরে কানাডাপ্রবাসী।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।