ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেহজাবিনের মেডিটেশন, অতিথি তৌসিফ

তৃণা শর্মা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
মেহজাবিনের মেডিটেশন, অতিথি তৌসিফ মেহজাবিন চৌধুরী ও তৌসিফ মাহবুব, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাকে জড়িয়ে ধরে কাঁদছেন মেহজাবিন। কান্নার কারণ বাসা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

এখন ফিরে এসে চোখে জল ধরে রাখতে পারেননি। সম্প্রতি উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের একটি বাড়িতে এ দৃশ্য দেখা গেলো। এখানে চলছিলো ‘নীল রঙা শহরে’ নাটকের কাজ।  

রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়ভস্কির ‘হোয়াইট নাইটস’ গল্প অবলম্বনে এটি লিখেছেন ও পরিচালনা করছেন জাকারিয়া সৌখিন। তিনি জানান, ঈদে এনটিভিতে ‘ভালোবাসার সাতরঙ’ নামের একটি চাঙ্কে যাবে নাটকটি। তার কথায়, ‘নীল রঙ আমার খুব পছন্দ। তাই এ রঙটাই বেছে নিয়েছি। আমার নাটকে মেহজাবিন, নিশো ও তৌসিফ আছেন। নিশোকে নিয়ে আগে কাজ করলেও মেহজাবিন আর তৌসিফের সঙ্গে আমি নতুন বলতে পারেন। ’ 

কথা বলতে বলতেই সাজঘরে নিয়ে গেলেন পরিচালক। সেখানে সাজগোজ করছেন মেহজাবিন। তার কাছে পরিচালক বুঝিয়ে দিচ্ছেন পরের দৃশ্য। এতে দেখানো হবে, মন ভালো করার জন্য বাসার ছাদে গিয়ে মেডিটেশন করছেন মেহজাবিন।

বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে বলে ছাদে কাজ করতে হিমশিম খাচ্ছে ইউনিট। দৃশ্যধারণের সময় বোঝা গেলো না মেহজাবিন জীবনে এবারই প্রথম মেডিটেশন করছেন। কথা হলো তার সঙ্গে। ঘরে থাকলে সারাদিন সামাজিক যোগাযোগের মাধ্যম আর সিনেমা দেখেই বেশি সময় কাটে জানিয়ে তিনি বললেন, ‘আমি জীবনেও ব্যায়াম বা মেডিটেশন করিনি। অভিনয়ের জন্য কতো কিছুই না করতে হয়। ’ 

এর মধ্যে ছাদে হাজির ছোটপর্দার এ সময়ের অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি নাটকটির অতিথি শিল্পী। আকাশে তখন কালো মেঘ। পরিচালক বললেন, তাড়াতাড়ি ছাদের কাজ শেষ করতে হবে। তৌসিফ ও মেহজাবিনকে দৃশ্য বুঝিয়ে দিলেন তিনি। তারা মহড়া করতেই নেমে গেলো ঝুম বৃষ্টি।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।