ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমীর মান ভাঙাতে নাঈমের নাচ-গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
মৌসুমীর মান ভাঙাতে নাঈমের নাচ-গান (ভিডিও) মৌসুমী ও নাঈম, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বড়পর্দার প্রিয়মুখ মৌসুমী ও ছোটপর্দার অভিনেতা এফএস নাঈম প্রথমবার একসঙ্গে কাজ করলেন ‘দ্য রেসিপি অব লাভ’ নাটকে। এতে ব্যবহৃত একটি গানে নাঈমকে নাচতেও দেখা যাবে।

 

‘চায়ের কাপে তোমার’ শিরোনামের গানটি লিখেছেন ধীমান রহমান। গেয়েছেন মাহমুদুল হাসান রোমান্স। রোমান্টিক ধাঁচের এই গানে দেখা যায়, গান গেয়ে ও নেচে অভিমানী মৌসুমীর মান ভাঙানোর চেষ্টা করছেন নাঈম।  

‘দ্য রেসিপি অব লাভ’ নাটকে মৌসুমীর চরিত্রটি রাঁধুনির। আর নাঈম আছেন ব্যবসায়ী হিসেবে। প্রেমিক-প্রেমিকার একে অপরকে প্রত্যাখান ও আবার ফিরে আসাকে ঘিরেই এর গল্প। এটি লিখেছেন রাহাত এইচ চৌধুরী। ঈদুল আজহার দিন এশিয়ান টিভির পর্দায় প্রচার হবে নাটকটি।  

নাটকটির পরিচাক ফাহমিদা প্রেমা গান ব্যবহার প্রসঙ্গে বাংলানিউজকে বললেন, ‘দর্শক নাটকে এখন কিছু নতুনত্ব দেখতে চান। মৌসুমী আপু থাকবে আর নাচ-গান হবে তা কি হয়! এ ছাড়া নাঈম ভাইকেও নাটকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ’ 

* ‘চায়ের কাপে তোমার’ গানটির ভিডিও দেখতে ক্লিক করুন :

* মৌসুমীর নায়ক নাঈম

* কাজের ফাঁকে গাইলেন মৌসুমী ও নাঈম (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।