ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আবার চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স 

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় স্টার সিনেপ্লেক্স। ২১ আগস্ট থেকে এখানে ছবি উপভোগ করতে পারছেন না দর্শক।

এবার সেই সংকট কাটছে।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে পুর্নোদ্যমে চালু হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। কর্তৃপক্ষ জানায়, আগের নিয়মে ছবি প্রদর্শনের পাশাপাশি অন্য কার্যক্রমও চলবে।  

এক যুগেরও বেশি সময় ধরে চলা ‘স্টার সিনেপ্লেক্স’-এর মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ জানান, আগুনে সিনেমা হলের তেমন কোনও ক্ষতি হয়নি। তবে ধোঁয়ার কারণে হলের পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছিলো। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কারকাজ। ছবি প্রদর্শণে সাময়িক বিঘ্ন ঘটায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মেসবাহ।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।