ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছোটপর্দায় ইমন ও নিপুণের জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ছোটপর্দায় ইমন ও নিপুণের জুটি ‘প্রম্পটার’ নাটকে ইমন ও নিপুণ

‘মারুফের চ্যালেঞ্জ’ (২০১২), ‘শিউলিমনি’ (২০১২), ‘এই তো ভালোবাসা’ (২০১৩), ‘মায়ের মমতা’ (২০১৪) ও ‘তবুও তুমি আমার’ (২০১৫) ছবিগুলোতে একসঙ্গে অভিনয় করেছেন ইমন ও নিপুণ। তবে ছোটপর্দায় কখনও কাজ করা হয়নি তাদের।

 

‘প্রম্পটার’-এর মাধ্যমে নাটকের খাতা খুললেন ইমন ও নিপুণ জুটি। এতে নাম ভূমিকায় দেখা যাবে ইমনকে। আর নিপুণের চরিত্রটি রূপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রীর।  

নাটকটি প্রসঙ্গে নিপুণ বাংলানিউজকে বললেন, ‘ইমনের সঙ্গে এবারই প্রথম নাটকের কাজ করলাম। গল্পটা চলচ্চিত্রকেন্দ্রিক। আমরা এসব পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। তাই মনেই হচ্ছে না অভিনয় করছি!’

স্বল্প বিরতির নাটক ‘প্রম্পটার’-এ ডা. এজাজও অভিনয় করেছেন। চিত্রনাট্য ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনে প্রচার হবে এটি।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।