ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অন্ধ গায়ক মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
অন্ধ গায়ক মিলন ‘সুরের আলো’ নাটকে আনিসুর রহমান মিলন ও নাজিয়া হক অর্ষা

মাথায় লম্বা চুল। চোখে মুখে কালো ছাপ।

চোখে দেখতে পারেন না। গ্রামের পথে পথে বাউল মন নিয়ে সুর ফেরি করেন। গান গেয়ে যা উপার্জন করেন তা দিয়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে সংসার চলে। এমন একটি চরিত্রে অভিনয় করলেন আনিসুর রহমান মিলন। এবারই প্রথম অন্ধ গায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।  

‘সুরের আলো’ নামের একটি নাটকে অন্ধ রূপে দর্শকদের সামনে আসবেন মিলন। তার স্ত্রী হিসেবে দেখা যাবে কুসুম সিকদারকে। এ ছাড়াও আছেন নাজিয়া হক অর্ষা।  

অন্ধ গায়কের চরিত্রে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বাংলানিউজকে বলেন, ‘সাত-আট বছর আগে একটি নাটকে অন্ধের ভূমিকায় অভিনয় করেছিলাম। তবে সে গায়ক ছিলো না। এবারের কাহিনিটি পড়ে খুব ভালো লেগেছে। তাই সানন্দে কাজটা করেছি। ’

নাটকটি প্রসঙ্গে পরিচালক সকাল আহমেদ বাংলানিউজকে জানান, গ্রামে এমন অনেক শিল্পীই আছে যারা সারাদিন ঘুরে ঘুরে গান গেয়ে সংসার চালায়। তাদেরকে মাথায় রেখেই এটি লিখেছেন বৃন্দাবন দাস।

‘সুরের আলো’ নাটকটি আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে। একই চ্যানেলে গত ঈদে একই পরিচালকের ‘স্টার মফিজ’ নাটকে দেখা গেছে মিলন ও কুসুমকে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।