ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পালিয়ে বিয়ে করলেন তৌসিফ ও শবনম ফারিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
পালিয়ে বিয়ে করলেন তৌসিফ ও শবনম ফারিয়া! ‘অংশবিশেষ’ টেলিছবিতে তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া

রিকশায় মুখ গম্ভীর করে মাথায় কাপড় দিয়ে বসে আছেন শবনম ফারিয়া। পাশে তৌসিফ মাহবুব।

তার মুখে অবশ্য শান্তির ছাপ স্পষ্ট। এটি ‘অংশবিশেষ’ নামের একটি টেলিছবির দৃশ্য। এর গল্পে পালিয়ে বিয়ে করেন তারা।

তখন তৌসিফ ও শবনম ফারিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তৌসিফ রাজি না থাকলেও ফারিয়ার চাপে তাকে বিয়ে করতে হয়। কিন্তু তৌসিফ থাকে তার বন্ধুদের সঙ্গে মেসে। বাধ্য হয়ে বিয়ের পরও মেয়েটি বাবার বাড়িতেই থাকে। একসঙ্গে থাকার জন্য ছেলেটিকে চাপে রাখে ফারিয়া।

এদিকে মেসের সব বন্ধুদের চেয়ে খরচ বাড়তে শুরু করে তৌসিফের। বাবার কাছে মিথ্যা কথা বলে সেমিস্টার ফি হিসেবে বেশি টাকা নেওয়া শুরু করে সে। একদিন ধরা পড়ে যায় তৌসিফ।

‘অংশবিশেষ’ লিখেছেন জয়নাল আবেদীন শিশির। যৌথভাবে পরিচালনা করেছেন নাটকের রচয়িতা ও ইফতেখার আমেদ ওশীন। এতে আরও অাছেন ফারহান আহমেদ জোভান, তামিম মৃধা প্রমুখ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় প্রচার হবে টেলিছবিটি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।