ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফের সঙ্গে মোনালি ঠাকুরের দ্বৈত গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আসিফের সঙ্গে মোনালি ঠাকুরের দ্বৈত গান আসিফ আকবর ও মোনালি ঠাকুর

নব্বই দশকের ব্যবসাসফল ছবি ‘দোস্ত দুশমন’ নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে আবার। এতে একটি দ্বৈত গানে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দেবেন ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর।

এবারই প্রথম চলচ্চিত্রের গানে অন্য দেশের কোনো শিল্পীর কণ্ঠ শোনা যাবে আসিফের সঙ্গে। দ্বৈত ছাড়াও একটি একক গান গাইবেন আসিফ। নতুন ছবিটি পরিচালনা করবেন প্রযোজক বি.কে আজাদ। ‘দোস্ত দুশমন’-এ অভিনয় করবেন জয় চৌধুরী।

চলচ্চিত্রের গান প্রসঙ্গে আসিফ বলেছেন, ‘অডিওর মতো ফিল্মের গানের মালিকানায়ও আমার হিস্যা থাকতে হবে আইন অনুযায়ী। এজন্য কম গাওয়া হয়। এখন বেশকিছু ছবিতে গান করছি যেখানে আমার শর্তই প্রাধান্য পাচ্ছে। ’

এদিকে বিপিএলে এবারও বরিশাল বুলসের শুভেচ্ছাদূত থাকছেন আসিফ। দলটির থিম সংয়ের নতুন সংগীতায়োজন হচ্ছে। এবার ভিডিও হবে জানিয়ে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে ভেবেছিলাম এবার বিপিএলে জড়াবো না। কিন্তু বরিশাল বুলস আমাকে কোনোভাবেই ছাড়বে না। প্রয়োজনে তারা এই পদ খালি রাখবে, তবুও আমার বাইরে ভাববে না। ব্যাপারটা আমাকে গর্বিত এবং আপ্লুত করেছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।