ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাওলির সেলফিতে শাকিব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
পাওলির সেলফিতে শাকিব

“কক্সবাজার সাগরপাড়ে অবশেষে ‘সত্তা’র কাজ শেষ করলাম”- বুধবার (১৯ অক্টোবর) টুইটারে লিখেছেন ভারতীয় তারকা পাওলি দাম। ছবিটিতে তাকে দেখা যাবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে।

কাজ শেষের পর নায়কের সঙ্গে সেলফি তুললেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

গত ১৫ অক্টোবর থেকে টানা চারদিন কক্সবাজারে ছবিটির দুটি গানের দৃশ্যধারণে অংশ নেন শাকিব ও পাওলি। এর মধ্য দিয়ে ‘সত্তা’র শেষ ধাপের কাজ হলো। পরিচালক হাসিবুর রেজা কল্লোল বাংলানিউজকে বললেন, ‘কয়েকটি দৃশ্য রিশুট করতে হবে। তবে পাওলির কাজ শেষ হয়েছে। এ বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি৷ তখন প্রচারণার কাজে আবার ঢাকায় আসবেন তিনি। ’

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে কলকাতায় ফিরে গেছেন পাওলি। তখন তিনি টুইটারে লিখেছেন, ‘কলকাতার পথে। বিদায় ঢাকা। ভালোবাসার জন্য ধন্যবাদ। ’

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এসেছিলেন পাওলি। তবে এবারই প্রথম পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারে টানা চারদিন কাটিয়েছেন তিনি। এ প্রসঙ্গে পরিচালক বললেন, ‘এতো বড় সমুদ্রসৈকত দেখে পাওলি মুগ্ধ হয়েছেন। কক্সবাজারে শুটকি মাছও খেয়েছেন তিনি। ’

সোহানী হোসেনের ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘সত্তা’য় আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, রীনা খান, ডন, কাবিলা, শিমুল খান, নাসরিন, শবনম পারভীন ও বিথী রানী সরকার। এ ছবিতে মোট সাতটি গান থাকছে। এগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, সামিনা চৌধুরী, মমতাজ, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পান্থ কানাই ও পূজা। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

আরও পড়ুন>>>
* কক্সবাজারে চার দিন পাওলি

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।