ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিস করবেন না আমিরের ‘দঙ্গল’ ছবির ট্রেলার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
মিস করবেন না আমিরের ‘দঙ্গল’ ছবির ট্রেলার!

কুস্তিগীর মহাবীর সিং ফোগাটের জীবন অবলম্বনে নির্মিত ‘দঙ্গল’ ছবির প্রথম ট্রেলার মুক্তি পেলো বুধবার (১৯ অক্টোবর) রাতে। এটি দেখেই বোঝা যাচ্ছে কেনো সুপারস্টার আমির খানের প্রতিটি ছবির জন্য সবুরে মেওয়া ফলে!

দুই বছর পর আবার রূপালি পর্দায় আসছে আমিরের নতুন কোনো ছবি।

৫১ বছর বয়সী এই অভিনেতাকেই দেখা যাবে মহাবীরের ভূমিকায়। ফোগাটের যুবক ও মধ্যবয়সী বাবার চরিত্রে হাজির হবেন তিনি। পুত্রসন্তান হলে নিজের মতো কুস্তিগীর হিসেবে গড়ে তুলতে চায় মহাবীর। কিন্তু তার ঘরে আসে চার কন্যাসন্তান।

হরিয়ানার ভূখন্ডে নিজের গ্রামে মহাবীরের সোনার পদক নিয়ে আসার স্বপ্ন হোঁচট খায়। তবে একদিন সে অনুধাব করেন, মেয়েরা ছেলেদের চেয়ে কম নয়। এরপরই দুই কন্যা গীতা ও ববিতাকে প্রশিক্ষণ দিতে শুরু করে ফোগাট। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা।

ট্রেলারে ব্যবহৃত ছবিটির শিরোনাম-সংগীত গেয়েছেন দালের মেহেন্দি। সুর ও সংগীত পরিচালনায় প্রীতম চক্রবর্তী। নিতেশ তিওয়ারির পরিচালনায় এতে মহাবীরের স্ত্রীর ভূমিকায় আছেন সাক্ষী তানওয়ার। ‘দঙ্গল’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

* ‘দঙ্গল ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।