ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম ছবির প্রযোজককে ভোলেননি অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
প্রথম ছবির প্রযোজককে ভোলেননি অক্ষয় অক্ষয় কুমার

১৯৯১ সালে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অক্ষয় কুমার। ‘দ্বারপাল’ নামের ছবিটির প্রযোজক ছিলেন রবি শ্রীবাস্তব।

কিন্তু পরে এর চিত্রায়ন স্থগিত হয়ে যায়। এর পরের বছর ‘সুগন্ধ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এখন তো তিনি সুপারস্টার।

তবে প্রথম চুক্তিবদ্ধ হওয়া ছবির কথা ভোলেননি অক্ষয়। তাই এর প্রযোজকের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তিনি। টুইটারে এক ফলোয়ার রবি শ্রীবাস্তবের অসুস্থতা সম্পর্কিত প্রকাশিত প্রতিবেদনের লিংক শেয়ার করলে উত্তরে ৪৯ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘জ্বি স্যার, আমার দলবল তার কাছে পৌঁছে গেছে। ইতিমধ্যে তার সেবাযত্নে নিয়োজিত হয়েছে সবাই। ’

‘দ্বারপাল’ আলোর মুখ না দেখলেও ‘সুগন্ধ’ ছবিটি হাতে পেতে অক্ষয়কে সহযোগিতা করেছিলেন রবি শ্রীবাস্তব। তিনি এখন কিডনির জটিলতায় ভুগে শয্যাশায়ী। এটা প্রতিস্থানের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। অক্ষয় তার মেডিক্যাল বিল পরিশোধ করেছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।