ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিদ্যার কাছে কাজের মেয়ের প্রশ্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
বিদ্যার কাছে কাজের মেয়ের প্রশ্ন বিদ্যা বালান

২০১২ সালের হিট ছবি ‘কাহানি’র সিক্যুয়েলের পোস্টারের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন বিদ্যা বালান। পলাতক অপরাধীদের ধরিয়ে দিতে সাধারণত যে ধরনের পোস্টার সাজানো হয় এটি তেমনই।

এর ওপরে লেখা  ‘ওয়ান্টেড ফর কিডন্যাপিং অ্যান্ড মার্ডার’। এতে নীল রঙা সোয়েটার পরা বিদ্যার সাদাসিধে একটি ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিছু তথ্য। যেমন- নাম-দুর্গা রানী সিং। বয়স-৩৬ বছর। উচ্চতা-৫ ফুট ৪ ইঞ্চি। মুখ-উজ্জ্বল।

প্রশংসার মধ্যে পোস্টারটি নিয়ে অমূল্য এক প্রতিক্রিয়া পেয়েছেন বিদ্যা। এর আগে এমন ঘটনা ঘটেনি তার জীবনে। কাজ শেষে গত ১৮ অক্টোবর রাতে তিনি ঘরে ফেরার পর বেশ চিন্তিত হয়ে কাজের মেয়ে তার কাছে জানতে চেয়েছে, পুলিশ তাকে কেনো খুঁজছে!

গৃহকর্মীর মুখে এই প্রশ্ন শুনে তো বিদ্যার হাসি আর থামে না। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘এটা দারুণ হাসির ব্যাপার। এখনও ভুলতে পারছি না, সে যেভাবে শান্তভাবে জানতে চাইলো, ‘দিদি, কোই প্রবলেম হ্যায়?’ (দিদি, কোনো সমস্যা হয়েছে?) সে হয়তো ভেবেছে, যাকে খাবার পরিবেশন করে, তার বিরুদ্ধে কি-না খুনের অভিযোগ!’

নতুন ‘কাহানি’তে বিদ্যাকে দেখা যাবে পলাতক দাগী আসামী হিসেবে। তাকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় এক দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তাকে। এ চরিত্রে আছেন অর্জুন রামপাল। এ ছাড়াও অভিনয় করেছেন যুগল হংসরাজ, ভারতের বাংলা ছবির অভিনেতা টোটা রায় চৌধুরী। ‘কাহানি টু’র বেশিরভাগ চিত্রায়ন হয়েছে কলকাতার কাছে কালিমপং ও চন্দননগরে। ছবিটি মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর।

আরও পড়ুন>>>
* বিদ্যাকে ধরিয়ে দিন!

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।