ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাতিসংঘের নতুন শুভেচ্ছাদূত ওয়ান্ডার ওম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জাতিসংঘের নতুন শুভেচ্ছাদূত ওয়ান্ডার ওম্যান (বাঁ থেকে) লিন্ডা কার্টার ও গল গ্যাডট

নারী-পুরুষ সমতার লড়াইয়ে কমিকসের সুপারহিরো ওয়ান্ডার ওম্যানকে জাতিসংঘের সম্মানসূচক শুভেচ্ছাদূত নির্বাচিত করা হলো। শুক্রবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

জাতিসংঘ সদর দফতরের এ অনুষ্ঠানে ছিলেন আমেরিকান অভিনেত্রী লিন্ডা কার্টার ও ইসরায়েলি তারকা গল গ্যাডট। ১৯৭০ সালে টেলিভিশন সিরিজে ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করেন লিন্ডা। আর এ বছর ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ও মুক্তি প্রতীক্ষিত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিতে এ চরিত্রে অভিনয় করেছেন গল গ্যাডট। এবারই প্রথম দুই প্রজন্মের দুই ওয়ান্ডার ওম্যান একত্র হলেন।

লিন্ডা মনে করেন, ওয়ান্ডার ওম্যানই দেখিয়েছে মেয়েরা চটপটে, বুদ্ধিমতী ও সুন্দরী হওয়ার পাশাপাশি একই সঙ্গে শক্তিশালী, বিজ্ঞ, সদয় ও সাহসী হতে পারে। ৬৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ওয়ান্ডার ওম্যানের জন্য এর চেয়ে যুতসই ভূমিকা আর কিছু হতে পারে না। ’

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গ্যালাচ বলেছেন, ‘ওয়ান্ডার ওম্যান একজন আইকন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, নারীর ক্ষমতায়ন ও পুরুষের সঙ্গে সমতার অপরিহার্য বার্তা নিয়ে এই চরিত্রটি নতুন প্রজন্মের কাছ পৌঁছাতে আমাদের জন্য সহায়ক হবে। ’

জাতিসংঘ কর্মকর্তাদের মতে- ন্যায়বিচার, শান্তি ও সমতার প্রতি ওয়ান্ডার ওম্যানের দৃঢ় অঙ্গীকারের কথা সবারই জানা। তাদের আশাবাদ, কমিকসের হিরো ও চলচ্চিত্রের চরিত্র নির্বাচনের মাধ্যমে তরুণীদের মধ্যে আবেদন সৃষ্টি করতে সক্ষম হবেন তারা। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তাদের এই প্রচারাভিযানের স্লোগান- ‘ভাবুন আমরাই সব বিস্ময় ঘটাতে পারি। ’

তবে এ দায়িত্বের জন্য স্বল্পবসনা কাল্পনিক চরিত্র অনুপযুক্ত বলে ব্যাপক সমালোচনা হচ্ছে। ওয়ান্ডার ওম্যানকে নির্বাচনের বিরোধিতা করে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে পুনর্বিবেচনার জন্য প্রায় এক হাজার মানুষের স্বাক্ষরসহ অনলাইন পিটিশন জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, চরিত্রটির স্রষ্টা ওয়ান্ডার ওম্যানকে নারীবাদী বার্তাসহ শক্তিশালী ও স্বাধীন যোদ্ধা নারী হিসেবে উপস্থাপনের জন্য আবিষ্কার করলেও তা এখন উহ্য। চরিত্রটির বর্তমান ভাবমূর্তিতে লক্ষ্য করা যায় স্বল্পবসনা এক যৌনআবেদনময়ী শ্বেতাঙ্গ নারীকে।

অনুষ্ঠান চলাকালে খোদ জাতিসংঘের বেশ কয়েকজন কর্মী তাদের দর্শনার্থীদের জন্য নির্ধারিত লবিতে চুপচাপ দাঁড়িয়ে ‘ওমেন ডিজার্ব অ্যা রিয়েল অ্যাম্বাসেডর’ (সত্যিকারের একজন শুভেচ্ছাদূত নারীদের প্রাপ্য) লেখা কাগজ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এলিজাবেথ লেফ নামের এক কর্মীর মন্তব্য, ‘আমাদেরকে কেনো যৌন আবেদনময়ী কার্টুন চরিত্রকে ব্যবহার করতে হবে?’

ডিসি কমিকসের নায়িকা ওয়ান্ডার ওম্যানের আবির্ভাব ১৯৪২ সালে। ভিলেনদের মোকাবেলা করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও নারকীয় সব পরিকল্পনা ভেস্তে দেয় সে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।