ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাশিয়ায় মূল প্রতিযোগিতা বিভাগে ‘জালালের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
রাশিয়ায় মূল প্রতিযোগিতা বিভাগে ‘জালালের গল্প’ ‘জালালের গল্প’র দৃশ্যে মোশাররফ করিম ও মৌসুমী হামিদ

ফ্রান্স ও রাশিয়ার দুই উৎসবে অংশ নিচ্ছে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। রাশিয়ার উফা শহরে সিলভার আকবুজাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ছবিটি।

আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ আয়োজনের পর্দা নামবে ২৮ অক্টোবর।

ব্যাসকরতস্তান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য এ উৎসবে ২২টি দেশের প্রায় তিনশ’ ছবি জমা পড়ে। এগুলোর মধ্য থেকে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘জালালের গল্প’র পাশাপাশি মঙ্গোলিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিস্তান ও রাশিয়ার তিনটিসহ মোট আটটি ছবিকে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে।

সিলভার আকবুজাত গ্র্যান্ড প্রিক্সের জন্য ও দর্শকের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে আলোচনার জন্য উৎসবে অংশ নিতে ‘জালালের গল্প’র পরিচালক আবু শাহেদ ইমনকে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এদিকে প্যারিসের ফেস্টিভ্যাল দ্যু ফিল্ম দ্য আসিয়া দ্যু সুদ বা এশিয়ান চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত উৎসবে ‘ফোকাস বাংলাদেশ’ বিভাগে প্রদর্শিত হবে ছবিটি। এতে আরও অংশ নিচ্ছে তারেক মাসুদের ‘মাটির ময়না’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ এবং রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’। মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’। ১৮ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এতে আন্তর্জাতিক অন্যান্য জুরির পাশাপাশি বিচারক হিসেবে বাংলাদেশি চিত্রশিল্পী শাহবুদ্দিন আহমেদ।

২০১৪ সালের ৫ অক্টোবর বুসান উৎসবের নিউকারেন্টস বিভাগে প্রদর্শনের মধ্য দিয়ে ‘জালালের গল্প’র যাত্রা শুরু হয়। ছবিটি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রদর্শিত হয়েছে ২৫টিরও বেশি গুরুত্বপূর্ণ উৎসবে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে অস্কারের ৮৮তম আসরে।

‘জালালের গল্প’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শর্মীমালা, আরাফাত রহমান, মোহাম্মদ ইমন, নূরে আলম নয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।