ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জ্যাজ গায়িকা হবেন লরেন্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জ্যাজ গায়িকা হবেন লরেন্স জেনিফার লরেন্স

১৯২০ শতকের জনপ্রিয় সংগীত জ্যাজ এজের প্রয়াত গায়িকা জেল্ডা ফিৎজেরাল্ডের ভূমিকায় অভিনয় করবেন মার্কিন তারকা জেনিফার লরেন্স। ‘জেল্ডা’ নামের ছবিটি পরিচালনা করবেন অস্কারজয়ী রন হাওয়ার্ড।

খবর হলিউড রিপোর্টারের।

ব্যক্তিজীবনে জেল্ডা বিয়ে করেছিলেন লেখক এফ স্কট ফিৎজেরাল্ডকে। স্ত্রীকে তিনি দেখতেন জীবনের অপরিহার্য অনুপ্রেরণা এবং একই সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে।

খাঁটি জ্যাজের চর্চা হতো ১৯২০ সালের সময়টাতে। আমেরিকায় জ্যাজ মিউজিক ও নাচের তাল যুক্ত করে এটি জনপ্রিয় হয়েছে ঠিকই, কিন্তু জ্যাজ এজের সমাপ্তি ঘটে যায়। জেল্ডার জীবনের মধ্য দিয়ে এ চিত্র তুলে ধরতে চান রন হাওয়ার্ড।

অভিনয়ের পাশাপাশি নতুন ছবিটিতে প্রযোজকদের একজন হিসেবেও থাকবেন লরেন্স। তাকে সবশেষ চলতি বছরের শুরুর দিকে দেখা গেছে সুপারহিরো ছবি ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’ ছবিতে।

লরেন্স অভিনীত ‘প্যাসেঞ্জারস’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এতে তার সহশিল্পী ক্রিস প্রাট। এ ছাড়া ড্যারেন অ্যারোনফস্কির নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতেও অভিনয় করবেন জেনিফার।

বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।