ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাহুবলী টু’র পয়লা দর্শন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
‘বাহুবলী টু’র পয়লা দর্শন

সাবধান ভাল্লারা দেবা! তার শয়তানি-ভরা অন্যায়ের প্রতিশোধ নিতে ফিরে এসেছে মহেন্দ্র বাহুবলী। প্রথম দর্শনে মনে হচ্ছে আগেরবারের চেয়েও অপ্রতিরোধ্য সে।

‘বাহুবলী: দ্য কনক্লুশন’ নামের ছবিটির ফাস্র্ট লুকে দেখা যাচ্ছে এই দৃশ্য।

শনিবার (২২ অক্টোবর) ছবিটির পরিচালক এসএস রাজামৌলি টুইটারে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘প্রত্যেক গল্পের একটি করে গুরুত্বপূর্ণ একক মুহূর্ত থাকে। এটাই পুরো গল্পকে তুলে ধরতে পারে এবং এগিয়ে নিয়ে যায়। ’

রোববার বাহুবলী চরিত্রের অভিনেতা প্রভাসের জন্মদিনে মামি ১৮তম মুম্বাই চলচ্চিত্র উৎসবে উন্মুক্ত করা হয় মোশন পোস্টার। এতে দেখা যাচ্ছে, এক হাতে তলোয়ার আর অন্য হাতে লোহার চেইন নিয়ে বাহুবলীর দাঁড়ানোর ভঙ্গিতে ফুটে উঠেছে প্রতিশোধের স্ফূলিঙ্গ। মহেশমতি রাজ্যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত সে।

এরই মধ্যে ইন্টারনেটে হৈচৈ ফেলে দিয়েছে ফাস্র্ট লুক ও মোশন পোস্টার। এর আগে ‘বাহুবলী’র আরেকটি পোস্টার বের করেন রাজামৌলি। এতে আভাস দেওয়া হয়েছে, কাতাপ্পা কেনো বাহুবলীকে হত্যা করেছেন তার উত্তর পাওয়া যাবে নতুন কিস্তিতে। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ আরও অভিনয় করেছেন রান্না দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, সত্যারাজ, রাম্য কৃষ্ণান। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৮ এপ্রিল।

* ‘বাহুবলী টু’ ছবির মোশন পোস্টার:

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।