ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বডি পেইন্টিংয়ে শরতের রানী প্রিয়তি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বডি পেইন্টিংয়ে শরতের রানী প্রিয়তি!

নানান রঙ দিয়ে পুরো শরীরে সাজানো শিল্পের একটি আকারকে বলা হয় ‘বডি পেইন্টিং’। এটি স্থায়ী হয় কয়েক ঘণ্টা মাত্র।

এজন্য এটাকে অনেকে অস্থায়ী উল্কিও বলে থাকেন। পৃথিবীর বিভিন্ন দেশে এ শিল্প জনপ্রিয়।

এ শিল্প নিয়ে গত বছর অনুষ্ঠিত আইরিশ বডি পেইন্টিং চ্যাম্পিয়নশিপে বিজয়ী জার্মানির বিয়াঙ্কার সঙ্গে কাজ করলেন বাংলাদেশি বংশোদ্ভুত আইরিশ সুন্দরী মাকসুদা আক্তার প্রিয়তি। এর মূলভাব ছিলো- দ্য কুইন অব অটাম। রঙে রঙে তাকে সাজানো হয়েছে শরতের রানীর মতোই।   

বডি পেইন্টিং করানোর এ অভিজ্ঞতা থেকে প্রিয়তি রোববার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘বিয়াঙ্কার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ’

এদিকে বাংলাদেশের র‌্যাম্প মডেল খালেদ হোসেন সুজনকে আইরিশ ছবিতে কাজ করার সুযোগ এনে দিয়েছেন প্রিয়তি। তিনি বলেন, ‘বাংলাদেশের মেধাবীদেরকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে এটা করেছি। এজন্য আমি গর্বিত। ’

ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে প্রিয়তি চলে যান আয়ারল্যান্ডে। সেখানে বসবাস করছেন দীর্ঘ ১৫ বছর ধরে। মিজ আয়ারল্যান্ড খেতাব জিতে মূলত আলোচনায় আসেন তিনি। প্রিয়তি পেশায় বৈমানিক।

আরও পড়ুন>>>
* সিক্স প্যাক অ্যাবসে প্রিয়তি
* প্রিয়তি জানতেন না তিনিই প্রথম রানারআপ!
* মিস আর্থ প্রতিযোগিতায় তিন বিভাগে সেরা বাংলাদেশের প্রিয়তি

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।