ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিপাশার শাসনে নাখোশ করণের বন্ধুরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিপাশার শাসনে নাখোশ করণের বন্ধুরা বিপাশা বসু ও করণ সিং গ্রোভার

বলিউডের চমৎকার দম্পতিদের মধ্যে বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অন্যতম। তারা যেন একে অপরের ছায়া।

সংসার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন দু’জনে।

তবে করণের বন্ধুরা বিপাশার ওপর নাখোশ। কারণ স্বামীকে কঠোর নিয়মকানুনের মধ্যে রাখছেন তিনি। বলা যায় করণ এখন চলছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর শাসনে।

স্ত্রীর অনুমতি ছাড়া এবং তাকে সঙ্গ না নিয়ে বাইরে কোথাও যেতে পারেন না করণ। এমনকি বন্ধুদের সঙ্গে পার্টির সময়ও বিপাশা আঠার মতো লেগে থাকেন তার সঙ্গে।

বন্ধুরা দুঃখ করে উল্লেখ করেছেন, একা থাকলে করণ হৈহুল্লোড়ে মেতে থাকে। কিন্তু বিয়ের পর থেকে তাতে ভাটা পড়েছে। প্রতিটি মুহূর্তে বিপাশার কথামতো চলতে হচ্ছে এই সুদর্শনকে। তিনিও স্ত্রীর কথায় উঠছেন-বসছেন। এ জীবনটাও তার কাছে উপভোগ্যই লাগছে।

আরও পড়ুন>>>
* বিপাশা-করণের বিবাহোত্তর সংবর্ধনায় তারার ফ্যাশন
* স্বামীর রিকশায় বিপাশা বসু!
* করণকে বিয়ে করলেন বিপাশা বসু
* বিপাশার মেহেদির ছবি (ফটো অ্যালবাম)
* বিপাশার বিয়ের ঘোষণা

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।