ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিল্লিতে প্রশংসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাঁঝবেলার বিলাপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
দিল্লিতে প্রশংসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাঁঝবেলার বিলাপ’

দিল্লিতে সম্প্রতি শেষ হওয়া সপ্তাহব্যাপী নবম এশিয়ান প্যাসিফিক নাট্যোৎসবে ‘সাঁঝবেলার বিলাপ’-এর সফল মঞ্চায়ন হলো। এপিবির মঞ্চ আলোকিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটকটি।

এখানে এই প্রযোজনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ন্যাশনাল স্কুল অব ড্রামার নাট্যশিক্ষক, নাট্যশিক্ষার্থী, অভিনেতা-অভিনেত্রী, নির্দেশক ও ২০টির বেশি দেশের নাট্যজনরা ‘সাঁঝবেলার বিলাপ’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় এটি। এর নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। এ সময়ে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিখ্যাত নির্দেশক রতন থিয়াম এবং এনএসডির পরিচালক অধ্যাপক ড. বামান কান্দ্রে।

উৎসবে বাংলাদেশ ছাড়াও ছিলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশের মঞ্চ প্রযোজনা। উৎসব চলাকালীন ২২ ও ২৩ অক্টোবর ন্যাশনাল স্কুল অব ড্রামার উন্মুক্ত মঞ্চে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য নির্দেশক ও অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার।
 
এখানে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যপক, তরুণ নাট্যকার ও নির্দেশক শাহমান মৈশান। এ ছাড়া একটি কর্মশালা পরিচালনা করেন সাইদুর রহমান লিপন, শাহমান মৈশান, অমিত চৌধুরী, আশিক রহমান লিয়ন ও কাজী তামান্না হক সিগমা।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।