ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়পর্দায় ‘মোমেন্টস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বড়পর্দায় ‘মোমেন্টস’ ‘মোমন্টেস’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যে জোভান ও অনামিকা

অনলাইনে ব্যাপক র্দশকপ্রিয়তা পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মোমন্টেস’ এবার দেখানো হবে বড় র্পদায়। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নির্মিত ‘মোমন্টেস’ আগামী ২৮ অক্টোবর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রর্দশন করা হবে।

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যেই বড় পর্দায় দেখানো হবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এ প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, ‘শিল্পকলা একাডেমীর ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবটি তরুণ নির্মাতাদের জন্য সম্ভাবনাময় একটি প্লাটর্ফম। গত বছরও এই উৎসবে আমার নির্মিত একটি স্বল্পদর্ঘ্যৈ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিলো। ‘মোমন্টেস’ নিয়ে র্দশকদের বিপুল ভালোবাসা গ্রহণের পর এই ধরণের একটি প্লাটর্ফমে ‘মোমন্টেস’ চলচ্চিত্রটির প্রর্দশনী হবে দেখে খুব ভালো লাগছে। আমি অনুরোধ করবো যারা অনলাইনে ‘মোমন্টেস’ কে ভালোবেসেছিলেন তারা ২৮ তারিখে শিল্পকলাতে সরাসরি উপস্হিত থেকে বড় র্পদায় মোমন্টেস দেখার মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করবেন’।

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবের অক্টোবর মাসের এই প্রর্দশনীতে ‘মোমন্টেস’ সহ তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে। উৎসবে প্রদর্শিত অন্য ছবিগুলো হলো- মাল্লো সাগর পরিচালিত প্রামাণ্যচিত্র ‘দাদু’, মাসুম বিল্লাহর স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘কমরেড’ ও মাইনুল শাহিদের ‘ফের’। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নামমাত্র র্দশনীর বিনিময়ে র্দশকরা ছবিগুলো দেখতে পারবে।

জোভান ও অনামিকা অভিনীত ‘মোমন্টেস’ স্বল্পদৈর্ঘ্যের  চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন এবং সম্পাদনায় ছিলেন সাইফ রাসেল। সংগীত পরিচালক হিসেবে ছিলেন মাহামুদ হায়েত অর্পণ। ‘মোমন্টেস’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রযোজনায় ছিলো টাইগার মিডিয়া।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।