ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইন্টারনেটে ফাঁস হলো ‘কাবিল’ ছবির ট্রেলার (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইন্টারনেটে ফাঁস হলো ‘কাবিল’ ছবির ট্রেলার (ভিডিও) হৃতিক রোশন ও ইয়ামি গৌতম

ছবি মুক্তির আগেই অর্ন্তজাল দুনিয়ায় ছবির বিভিন্ন দৃশ্য ও সম্পূর্ণ ছবি ফাঁস হয়ে যাওয়ার  ঘটনা বলিউডে প্রথম নয়। তবে এবার ছবির কোনো দৃশ্য নয় বরং নির্ধারিত সময়ের আগেই অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়লো বলিউড সুপারস্টার হৃতিক রোশনের পরবর্তী ছবি ‘কাবিল’-এর ট্রেলার।

 

আগামী ২৬ অক্টোবর (বুধবার) ট্রেলারটি প্রকাশনা নিয়ে বিশেষ পরিকল্পনা করে রেখেছিলেন নির্মাতারা। তবে তাদের সেই চমকপ্রদ পরিকল্পনাকে ভেস্তে দিয়ে নির্ধারিত সময়ের একদিন আগেই অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়লো ‘কাবিল’-এর ট্রেলার।
 
ট্রেলার ফাঁসের ঘটনায় মর্মাহত প্রযোজক রাকেশ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘ট্রেলার প্রকাশের নির্দিষ্ট দিনকে ঘিরে আমরা বিপণন ও জনসংযোগ কৌশল ঠিক করে রেখেছিলাম। এখন শেষ মুহূর্তে সব কিছু পরিবর্তন করতে হবে। হ্যাক কিংবা চুরি যাই বলি না কেন আমি খুব বিস্মিত ও মর্মাহত। বিদ্বেষপূর্ণ অভিপ্রায় থেকেই নিশ্চয় এমনটা করা হয়েছে। এগুলো করে কেউ এতো আনন্দ পেতে পারে কী করে? এটা ক্ষতিকর। ’
 
কীভাবে ট্রেলারটি ফাঁস হলো এখন তার উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন ‘কাবিল’-এর নির্মাতারা। ট্রেলারটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে অনলাইনে জনপ্রিয় হয়ে পড়ে। ইতোমধ্যে প্রায় ১০ কোটি দর্শক ইউটিউবে এটি দেখেছেন।

‘কাবিল’ ছবিতে হৃতিকের চরিত্রের নাম রোহন। এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। প্রথমবার একসঙ্গে ছবির জন্য জুটি বেঁধেছেন হৃতিক-ইয়ামি। কাবিল ছবিতে হৃতিক এবং ইয়ামি দুজনই দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করছেন। প্রায় আড়াই মিনিটের ট্রেলার জুড়েই দৃষ্টিহীন এই জুটির রোমান্টিক উপস্হিতি লক্ষ্য করা গেছে। ২০১৭ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘কাবিল’ ছবিটি।

এর আগে অনুরাগ কাশ্যপ প্রযোজিত ‘উড়তা পঞ্জাব’ ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় তুমুল বিতর্কের ঝড় উঠেছিল বলিউড পাড়ায়।

* ‘কাবিল’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।