ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এই তো জীবন এই তো মাধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এই তো জীবন এই তো মাধুরী

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে হতে যাচ্ছে ‘এই তো জীবন এই তো মাধুরী’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান।

ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান।

 এখানে একক আবৃত্তি পরিবেশন করবেন তিন আবৃত্তি সংগঠনের তিন প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী। তারা হলেন আবৃত্তি সংগঠন স্বননের নাজমুল আহসান, স্বরব্যঞ্জনের সুপ্রভা সেবতী ও মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্রের মু. সিদ্দিকুর রহমান পারভেজ।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ২০০৬ সাল থেকে অনুষ্ঠানটি নিয়মিত আয়োজন করে আসছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায়। ২০১৩ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এটি তাদের আয়োজনে নিয়মিত করার উদ্যোগ নেয়। সেই থেকে এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।