ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোবাইল ফোনে ধারণকৃত ছবির প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
মোবাইল ফোনে ধারণকৃত ছবির প্রতিযোগিতা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে আন্তর্জাতিক মোবাইল ফিল্ম প্রতিযোগিতা ‘সিনেমাস্কোপ মোবাইল ফিল্ম কম্পিটিশন ২০১৭’ (সিএমএফসি)। এতে স্থান পাচ্ছে মোবাইল ফোনে ধারণকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল ফোনে ধারণকৃত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দিতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ৩ নভেম্বরের মধ্যে জমা দিলে কোনো ফি লাগবে না। তবে আগামী ৪ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিলে ৪০০ টাকা ফি দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

প্রতিযোগিতায় বিচারক থাকবেন দেশ-বিদেশের স্বনামধন্য ব্যক্তিরা। নির্বাচিত ছবিগুলো ইউল্যাবের অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে আগামী বছরের ২৮ জানুয়ারি। এরপর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। নির্বাচিত চলচ্চিত্রগুলো পাবে সনদপত্র। বিস্তারিত জানতে ও চলচ্চিত্র জমা দিতে হলে ফিল্মফ্রিওয়ে ডটকম ওয়েবসাইটে (https://filmfreeway.com/festival/CMFC) যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।