ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবির ওয়াপভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রবির ওয়াপভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’

শ্রোতাদের বৈচিত্রময় ও সমৃদ্ধ সংগীত উপভোগের সুযোগ করে দিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চালু করেছে ‘বাজাও’। ওয়াপ (ডব্লিউএপি) ভিত্তিক এই মিউজিক পোর্টালে থাকবে আধুনিক ও চলচ্চিত্রের গান, মরমী, আধ্যাত্মিক ও ব্যান্ডসংগীতসহ বিভিন্ন শাস্ত্রীয় ঘরানার সংগীত।

‘বাজাও’ থেকে গান শোনা যাবে, চাইলে ডাউনলোডও করা যাবে। এতে শুধু রবি ইন্টারনেটে সক্রিয় গ্রাহকরাই সংগীত উপভোগ করতে পারবেন। স্বয়ংক্রিয় নবায়ন সুবিধাসহ সেবাটির জন্য প্রতিদিন মাত্র দুই টাকা সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য হবে।

প্রতিদিন প্রথম তিনটি কনটেন্ট বিনামূল্যে ডাউনলোড করা অথবা শোনা যাবে। ফ্রি কনটেন্টের বাইরে প্রতিটি মিউজিক কনটেন্টের জন্য দুই টাকা এবং প্রতিটি প্রিমিয়াম মিউজিক কনটেন্টের জন্য পাঁচ টাকা চার্জ করা হবে। ট্যারিফের ওপর ৫% সম্পূরক শুল্ক (এসডি), ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য হবে।

এই সেবায় সাবসস্ক্রাইব করতে গ্রাহকদের ‘স্টার্ট বাজাও’ টাইপ করে ১৬২১৪ নম্বরে এসএমএস করতে হবে অথবা http://bajao.co/ সাইটে ভিজিট করে সাবস্ক্রিপশন লিঙ্কে ক্লিক করতে হবে। এ ছাড়া আনসাবস্ক্রাইব করতে ‘স্টপ বাজাও’ অথবা ‘১১১১’ অথবা ‘স্টপ অল’ টাইপ করে ১৬২১৪ নম্বরে এসএমএস করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।