ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক কোটি পেরিয়ে ‘যে পাখি ঘর বোঝে না’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এক কোটি পেরিয়ে ‘যে পাখি ঘর বোঝে না’ ভিডিওর দৃশ্যে তারিন রহমান

সংগীতশিল্পী ধ্রুব গুহর গান ‘যে পাখি ঘর বোঝে না’র ভিডিও ইউটিউবে দেখা হলো ১ কোটি বার। সিনেআর্ট প্রোডাকশনের চ্যানেলে এটি আপলোড করা হয় গত বছরের ১৮ জুন।

এখানে দেখা হয়েছে ৪৭ লাখ ৬০ হাজার ৯৫১ বার।

এরপর গত বছরের ৫ ডিসেম্বর ভিডিওটি ‘মিক্সড ভিডিও মাজু’ নামের একটি চ্যানেলে আপলোডের পর হিট পড়েছে ৫৫ লাখ ২১ হাজার ৫১২ বার। সব মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়েছে এক কোটির ঘর।

ইউটিউবে ১ কোটি বার দেখা ভিডিওর শিল্পী হিসেবে উচ্ছ্বসিত ধ্রুব গুহ। তিনি বলেন, ‘গানটি ইউটিউবের দুটি চ্যানেল মিলিয়ে এক কোটি বার দেখে দর্শকরা আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গানটি গ্রাম-বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। এটা নিঃসন্দেহে একটি বড় অর্জন। ’

‘যে পাখি ঘর বোঝে না’ লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে তরিক আল ইসলাম। গানটি ধ্রুব গুহর প্রথম একক অ্যালবাম ‘শুধু তোমার জন্য’ থেকে নেওয়া। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হয়েছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া তারিন রহমান ও তারেক।

এদিকে গত ১৮ অক্টোবর ধ্রুব গুহর ইউটিউব চ্যানেল ধ্রুব মিউজিকে এসেছে তার তৃতীয় মিউজিক ভিডিও। ‘আদরে রাখিও বন্ধু ’ শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল, সংগীতায়োজন তরিক আল ইসলামের। এটিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

* ‘যে পাখি ঘর বোঝে না’ গানের ভিডিও:  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।